The per capita income of the people of the country has increased
মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে |
চলতি অর্থবছরের সাময়িক হিসাবে ২০২৩-২৪ দেশের মানুষের মাথাপিছু আয় এক বছরে ৩৫ ডলার বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ ডলারে।
বাংলাদেশের মাথাপিছু আয়: বিস্তারিত বিশ্লেষণ
মাথাপিছু আয়:
- বর্তমান: ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার (চলতি অর্থবছরের সাময়িক হিসাব)
- গত বছর: ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার (২০২২-২৩ অর্থবছর)
- বৃদ্ধি: ৩৫ মার্কিন ডলার (এক বছরে)
- টাকার অংকে: ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা
- গত বছরের টাকার অংকে: ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা
- বৃদ্ধি: ৩২ হাজার ৭৮৪ টাকা (এক বছরে)
গুরুত্বপূর্ণ তথ্য:
- মাথাপিছু আয় ব্যক্তির আয় নয়, বরং দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যার মাধ্যমে ভাগ করে বের করা হয়। এতে রেমিট্যান্সও অন্তর্ভুক্ত থাকে।
- টাকার অংকে মাথাপিছু আয় প্রথমবারের মতো তিন লাখ টাকা ছাড়িয়েছে।
- ডলারের মূল্য বৃদ্ধি পেলেও, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দিক:
- মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি: চলতি অর্থবছরে ৫.৮২%, গত বছরে ৫.৭৮%।
- বিনিয়োগের অনুপাত: ৩০.৯৮%, গত বছরে ৩০.৯৫%।
- দেশজ সঞ্চয়ের অনুপাত: ২৭.৬১%, গত বছরে ২৫.৭৬%।
- জাতীয় সঞ্চয়: ৩১.৮৬%, গত বছরে ২৯.৯৫%।
সূত্র:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
- https://www.prothomalo.com/topic/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%86%E0%A7%9F
- https://www.somoynews.tv/
- https://www.ittefaq.com.bd/
উল্লেখ্য:
- এসব তথ্য ২০২৪ সালের ২১ মে তারিখ অনুযায়ী।
- বিবিএস ডলারে মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করে না।
- মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও, আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক।
মাথাপিছু আয়:
- বর্তমান: ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার (চলতি অর্থবছরের সাময়িক হিসাব)
- গত বছর: ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার (২০২২-২৩ অর্থবছর)
- বৃদ্ধি: ৩৫ মার্কিন ডলার (এক বছরে)
- টাকার অংকে: ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা
- গত বছরের টাকার অংকে: ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা
- বৃদ্ধি: ৩২ হাজার ৭৮৪ টাকা (এক বছরে)
গুরুত্বপূর্ণ তথ্য:
- মাথাপিছু আয় ব্যক্তির আয় নয়, বরং দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যার মাধ্যমে ভাগ করে বের করা হয়। এতে রেমিট্যান্সও অন্তর্ভুক্ত থাকে।
- টাকার অংকে মাথাপিছু আয় প্রথমবারের মতো তিন লাখ টাকা ছাড়িয়েছে।
- ডলারের মূল্য বৃদ্ধি পেলেও, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দিক:
- মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি: চলতি অর্থবছরে ৫.৮২%, গত বছরে ৫.৭৮%।
- বিনিয়োগের অনুপাত: ৩০.৯৮%, গত বছরে ৩০.৯৫%।
- দেশজ সঞ্চয়ের অনুপাত: ২৭.৬১%, গত বছরে ২৫.৭৬%।
- জাতীয় সঞ্চয়: ৩১.৮৬%, গত বছরে ২৯.৯৫%।
সূত্র:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
- https://www.prothomalo.com/topic/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%86%E0%A7%9F
- https://www.somoynews.tv/
- https://www.ittefaq.com.bd/
উল্লেখ্য:
- এসব তথ্য ২০২৪ সালের ২১ মে তারিখ অনুযায়ী।
- বিবিএস ডলারে মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করে না।
- মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও, আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক।
0 Comments